কিডনি বিকল রোগীর লাইফলাইনঃ আর্টারিও ভেনাস ফিস্টুলা
আর্টারিও ভেনাস ফিস্টুলা কি
যখন শরীরে গহবর বিশিষ্ট দুটি অঙ্গের মধ্যে অস্বাভাবিক একটি পথ তৈরী হয় তাকে ফিস্টুলা বলে। ফিস্টুলা শরীরের অনেক অঙ্গেই হতে পারে, রক্তনালীর ধমনী (Artery) আর শিরার (Vein) মধ্যে যখন এই ফিস্টুলা তৈরী হয় তখন তাকে এভি ফিস্টুলা বা আর্টারিও ভেনাস ফিস্টুলা বলে। এভি ফিস্টুলা জন্মগত একটি রোগ তবে আঘাত পেলেও কখনো কখনো এমনটি হবার সম্ভাবনা থাকে। আবার জটিল কিডনি রোগে ডায়ালাইসিস করার জন্য ইচ্ছাকৃত ভাবেই এই ফিস্টুলা বানিয়ে নেয়া হয়।
ধমনী গুলো উচ্চ অক্সিজেন যুক্ত রক্ত বহন করে শরীরের বিভিন্ন অংশে পৌছে দেয় আর শিরা গুলো উচ্চ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করে হৃদপিন্ডে নিয়ে যায়। যার ফলে এদের মধ্যে যখন ফিস্টুলা তৈরী হয় তখন এই ভারসাম্যটা নষ্ট হতে পারে এবং তাতে হার্ট এর কাজ অনেক বেড়ে যায়। তাই এভি ফিস্টুলা হলে তার চিকিৎসা করাতে হয়। বিশেষজ্ঞ ভাসকুলার সার্জনগন অপারেশনের মাধ্যমে এই ফিস্টুলা টি বন্ধ করে দিতে পারেন।
আবার জটিল কিডনি রোগ বা কিডনি বিকল হলে হেমোডায়ালাইসিস (Hemodialysis) করার জন্য অপারেশন করে কৃত্রিম ভাবে রোগীর হাতের কব্জির কাছে একটি এভি ফিস্টুলা তৈরী করে দেয়া হয়। ফিস্টুলা তৈরীর চার থেকে ছয় সপ্তাহ পরে এটি ম্যাচিউর হয় এবং এটা দিয়ে হেমোডায়ালাইসিস করা যায়।
বার বার ডায়ালাইসিস করায় এটি নষ্ট হয়ে গেলে হাতের আরো উপরের দিকে নতুন করে একটি ফিস্টুলা তৈরী করে দিতে হয় এবং পুরোনো ফিস্টুলাটি বন্ধ করে দিতে হয়।