ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরা কি?
রক্ত প্রবাহের সময়ে, কোনো কারণে যদি শিরার মধ্যে থাকা ভাল্ব ঠিক মতো কাজ না করে বা দুর্বল হয়ে পড়ে এবং রক্তনালীগুলো ফুলে যায়, একেই ভ্যারিকোস ভেইন বলে।
ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার লক্ষণসমূহ
- পায়ের রক্তনালী ফুলে আঁকাবাঁকা হয়ে থাকা
- পায়ে ব্যথা
- পায়ের ত্বকে ক্ষত
- পা ফুলে যাওয়া
- পায়ের মাংসপেশীতে টান ধরা বা খিঁচুনি হওয়া
- পায়ের রক্তনালী বরাবর শক্ত রেখার মত দেখা দেওয়া
ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার প্রাথমিক চিকিৎসা
- বিশ্রাম বা ঘুমানোর সময় পা উচুতে রাখা
- একটানা দীর্ঘসময় দাঁড়িয়ে বা বসে না থাকা
- বিশেষ ধরনের ভ্যারিকোস ভেইনে কম্প্রেশন স্টকিং বা মোজা ব্যবহার করা
- বিশেষ কিছু ওষুধ ব্যবহার করা
স্বল্প খরচে কোয়ালিটি অপারেশনের জন্য যোগাযোগ করুন।