শরীরের অন্যান্য অঙ্গের মত রক্তনালীতেও টিউমার/ ম্যালফরমেশন হতে পারে। রক্তনালীর টিউমার কে
(Hemangioma)বলে । এগুলো জন্মগত সমস্যা । উপসর্গ বা টিউমার প্রকাশ পায় বিভিন্ন বয়সে । মাথা থেকে পা পর্যন্ত যে কোন স্থানে টিউমার হত্যে পারে । তবে হাতে-পায়ে বেশি হয় । আক্রান্ত স্থানে ফোলা দেখা দেয় । চামড়ার রং বদলে যেতে থাকে, ব্যাথা হয়, মাঝে মাঝে রক্তক্ষরণও হতে পারে । টিউমার ছোট বড় বিভিন্ন সাইজের হয় । কখনও কখনও টিউমার পুরো হাত বা পা দখল করে । চামড়ার নীচে, গোশতের মধ্যে, হাড়ের মধ্যে, হাড়ের জোড়ার মধ্যে, পেটের মধ্যে, বুকের মধ্যে এমনকি ব্রেইনের মধ্যেও এই টিউমার দেখা দিতে পারে ।
চিকিৎসা
» অপারেশন।
» ইঞ্জেকশন থেরাপী (Sclerotherapy)
অপারেশন সমস্যাঃ»
কখনও কখনও পুরো টিউমার/ ম্যালফরমেশন বের করা সম্ভব হয় না। আবার হতে পারে ।
» আশে পাশের নার্ভ, গোশতের ক্ষতি হতে পারে ।
» শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে অনেক সময় টিউমার সাইজ ছোট হতে থাকে । সেক্ষেত্রে চিকিৎসা ছাড়াই শিশু সুস্থ হয়ে উঠবে । তবে যা কিছু তা সাধারণতঃ ১২-১৪ বছর মধ্যেই সম্পন্ন হয় । বয়স বৃদ্ধির সাথে টিউমার বড় হতে থাকলে সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে চিকিৎসা নিয়ে নেয়াই উত্তম।