বাংলাদেশে বিভিন্ন ধরনের রক্তনালীর রোগী আছে। দেশে রক্তনালীর প্রধান রোগ গুলো হল
১। ভ্যারিকোজ ভেইন বা আঁকাবাঁকা রক্তনালী (Varicose Vein)
এ রোগে পায়ের শিরাগুলো চামড়ার নিচে ফুলে উঠে এবং বাহির থেকে দেখতে আঁকাবাঁকা মনে হয়। প্রথম দিকে শুধু অস্বস্তি লাগলেও সঠিক সময়ে চিকিৎসা না করালে পরবর্তীতে নানা উপসর্গ দেখা দেয়।
২। ভাস্কুলার ম্যালফরমেশন বা রক্তনালীর গঠনগত অসামঞ্জস্যতা (Vascular Malformation)
৩। ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি (Deep Vein Thrombosis)
মানুষের পা হঠাৎ ফুলে ব্যথা শুরু হয়, লাল হয়। মাংসের গভীরে শিরায় রক্ত জমাট বেঁধে এই রোগ হয় বলেই এর নাম ডিভিটি।
৪। ভেনাস আলসার ইত্যাদি ।
রক্তনালীর পরিক্ষা ডুপ্লেক্স স্ক্যান (Duplex Scan) বা রক্তনালীর আলট্রাসনোগ্রাফি
শরীরের ভেতরে রক্তনালীর অবস্থা বোঝার জন্য ক্লিনিক্যালী রোগীকে পরীক্ষার সাথে ডুপ্লেক্স স্ক্যান (Duplex Scan) বা আলট্রাসনোগ্রাফি করা হয় ।চিকিৎসায় এই সকল রোগ ভালো হয়।